বালিয়াকান্দিতে হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

- প্রকাশের সময় : ০১:২০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 126
‘মাদক ছাড়ি খেলা ধরি, উন্নত ভবিষ্যৎ গড়ি’—’মাদককে না বলি, ফুটবলকে আঁকড়ে ধরি’—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর (বাড়াদী) রেলওয়ে ফুটবল মাঠে আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকালে আয়োজিত উদ্বোধনী খেলায় অংশ নেয় ফরিদপুর সদরপুর উপজেলা ফুটবল একাদশ ও রাজবাড়ী সদর উপজেলা ফুটবল একাদশ। উদ্বোধন করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ফিরোজ উদ্দিন মিলন, সহ-সভাপতি মমতাজ আক্তার তানিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, বহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজক বিএনবিএস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, “বাড়াদী রেলওয়ে মাঠ খেলা প্রিয় মাঠ হিসেবে দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করেছে। এখানে বহু খ্যাতনামা খেলোয়াড় তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়েছেন। কিছুদিন মাঠে খেলা কমে গেলেও এবার আমরা এলাকাবাসী ও সাবেক খেলোয়াড়দের সাথে আলোচনা করে আন্তঃউপজেলা হোন্ডাকাপ ফুটবল আয়োজন করেছি। মাঠে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”
এসময় ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা বলেন, “বর্তমান প্রজন্ম মাদক ও মোবাইল গেমসে আসক্ত হয়ে পড়ছে। তাদের মাঠমুখী করাই আমাদের মূল উদ্দেশ্য। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দলকে মোটরসাইকেল এবং রানারআপ দলকে ফ্রিজ পুরস্কার দেওয়া হবে।”
উদ্বোধনী খেলায় ফরিদপুর সদরপুর উপজেলা ফুটবল একাদশের খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন। রাজু, ইমন, হাসান, আব্দুল্লাহ, রানা, কামরুল, সামিউল, হাচান, লিপু, বাবু ও ফরহাদের অসাধারণ পারফরম্যান্সে তারা রাজবাড়ী সদর উপজেলা ফুটবল একাদশকে ৪-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত রেফারি গোলাম মোর্শেদ চাঁদু। তাকে সহযোগিতা করেন নুরুল ইসলাম নুরু, আলী মুনছুর, লিটন খান ও নাজমুল হোসেন।
বহরপুরের ঐতিহ্যবাহী এই মাঠে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় প্রমাণ করেছে—এলাকাবাসী এখনো খেলাধুলা ও ক্রীড়া সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী।


























