Dhaka ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় যুবকের রগ কর্তনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১১৬৭ জন সংবাদটি পড়েছেন

 

রাজবাড়ীর পাংশায় দরপত্র কিনতে যাওয়ার সময় হৃদয় মীর নামে এক যুবকের বাম পায়ের রগ কর্তন ও চাপাতি দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে। তবে, প্রথম এজাহারে থাকা দুটি নাম বাদ দেওয়া হয়েছে। হৃদয় মীরের মা নাজমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে শুক্রবার রাত আটটার দিকে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো মনোয়ার হোসেন জনি, পাংশার মাগুড়াডাঙ্গি গ্রামের আরিফ, বড়গাছি গ্রামের শরিফ, পারনারায়ণপুর গ্রামের নাজমুল শিকদার, মৌকুড়ি গ্রামের টোকন, চরআফড়ড়া গ্রামের রকি সিকদার, কুড়াপাড়া গ্রামের সাকিব, নারায়ণপুর গ্রামের পিয়াল ও মোহাম্মদ আলী এবং দুর্লভদিয়া গ্রামের রফিক।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দরপত্র কেনা নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জালাল উদ্দিন এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মারুফের সাথে তার ছেলে হৃদয়ের বিরোধ চলে আসছে। গত ২৬ অক্টোবর তারিখে উপজেলা পরিষদের গেটের সামনে হৃদয়কে একা পেয়ে জালাল ও মারুফের ক্যাডার বাহিনী তার উপর হামলা চালিয়ে পায়ের রগ কেটে দেয়াসহ মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, এঘটনায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশ এজাহারভুক্ত তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, বাদী যেভাবে এজাহার দিয়েছেন সেভাবেই রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন রাস্তা নির্মাণ কাজের দরপত্র কিনতে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হৃদয় মীরের পায়ের রগ কেটে দেয় ও চাপাতি দিয়ে মাথায় কোপায়। হৃদয় মীর পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় যুবকের রগ কর্তনের ঘটনায় মামলা

প্রকাশের সময় : ০৯:৫০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

 

রাজবাড়ীর পাংশায় দরপত্র কিনতে যাওয়ার সময় হৃদয় মীর নামে এক যুবকের বাম পায়ের রগ কর্তন ও চাপাতি দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে। তবে, প্রথম এজাহারে থাকা দুটি নাম বাদ দেওয়া হয়েছে। হৃদয় মীরের মা নাজমা বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনের বিরুদ্ধে শুক্রবার রাত আটটার দিকে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলো মনোয়ার হোসেন জনি, পাংশার মাগুড়াডাঙ্গি গ্রামের আরিফ, বড়গাছি গ্রামের শরিফ, পারনারায়ণপুর গ্রামের নাজমুল শিকদার, মৌকুড়ি গ্রামের টোকন, চরআফড়ড়া গ্রামের রকি সিকদার, কুড়াপাড়া গ্রামের সাকিব, নারায়ণপুর গ্রামের পিয়াল ও মোহাম্মদ আলী এবং দুর্লভদিয়া গ্রামের রফিক।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দরপত্র কেনা নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক জালাল উদ্দিন এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মারুফের সাথে তার ছেলে হৃদয়ের বিরোধ চলে আসছে। গত ২৬ অক্টোবর তারিখে উপজেলা পরিষদের গেটের সামনে হৃদয়কে একা পেয়ে জালাল ও মারুফের ক্যাডার বাহিনী তার উপর হামলা চালিয়ে পায়ের রগ কেটে দেয়াসহ মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, এঘটনায় মামলা রেকর্ড হয়েছে। পুলিশ এজাহারভুক্ত তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, বাদী যেভাবে এজাহার দিয়েছেন সেভাবেই রেকর্ড করা হয়েছে।

প্রসঙ্গত, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীন রাস্তা নির্মাণ কাজের দরপত্র কিনতে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত হৃদয় মীরের পায়ের রগ কেটে দেয় ও চাপাতি দিয়ে মাথায় কোপায়। হৃদয় মীর পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।