রাজবাড়ী- ২ আসন এলাকাকে সন্ত্রাস দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার
বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে চলেছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নুরে আলম সিদ্দিকী
- প্রকাশের সময় : ০৮:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ১১১২ জন সংবাদটি পড়েছেন
প্রচারণার শেষ দিনে ব্যস্ত সময় পার করেছেন রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নুরে আলম সিদ্দিকী হক। তার ঈগলের পক্ষে সৃষ্টি হয়েছে গণজোয়ার। ভয়-ভীতি, বাধা-বিপত্তি উপেক্ষা করে দিনরাত গণসংযোগ করেন তিনি। মাঝে মধ্যে পথসভায় বক্তৃতা করছেন। তিনি বলছেন, রাজবাড়ী-২ আসন এলাকার নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির প্রতীক ঈগল। তিনি বিজয়ী হলে রাজবাড়ী-২ আসন এলাকার তিন উপজেলাকে সন্ত্রাস দুর্নীতিমুক্ত করা হবে। এ এলাকায় সন্ত্রাসীদের কোন ঠাই নেই। সন্ত্রাস চিরতরে দূর করা হবে।
তিনি বলেন, আমার স্বপ্ন এমন একটি শহর গড়ে তোলা যেখানে দুর্নীতি, দুঃশাসন ও অশিক্ষা থাকবেনা। শিক্ষার আলো জ¦লবে সবার ঘরে। সবাই সুশিক্ষায় শিক্ষিত হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গ্রামকে কীভাবে শহরে রূপান্তরিত করা যায় সে বিষয়ে আমি চিন্তা ভাবনা করছি। শহরকে আরও আধুনিক করে গড়ে তোলা হবে। রাজবাড়ী-২ আসন এলাকার হাসপাতালগুলোকে আরও আধুনিকায়ন করা হবে। আমি এসব পরিকল্পনা নিয়েই ভোটযুদ্ধে নেমেছি। আপনারা শুধু আমার পাশে থাকুন। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সর্বক্ষেত্রে উন্নয়ন ঘটানো হবে। একটি সুস্থ নতুন প্রজন্মকে গড়ে তোলার জন্য যা যা করা প্রয়োজন তার সবই করা হবে। শিশু-কিশোররা যাতে নিয়মিত খেলাধুলা করতে পারে, সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের তুলে ধরতে পারে সেব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। রাজবাড়ী-২ আসনের তিন উপজেলা কোনো কিছুতেই পিছিয়ে থাকবে না।