রাজবাড়ীতে ২ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : 08:27:50 pm, Sunday, 22 January 2023
- / 1029 জন সংবাদটি পড়েছেন
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণসহ বিভিন্ন অভিযোগে রোববার রাজবাড়ীর দুই ওষুধ ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয় সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে সংরক্ষণ ও প্রতিশ্রæত ওষুধ যথাযথভাবে বিক্রয় না করায় সদর উপজেলার কোলারহাট বাজারের সরকার ফার্মেসীকে চার হাজার টাকা এবং ময়না ফার্মেসীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারা মোতাবেক এসব জরিমানা আদায়সহ ব্যবসায়ীদের কড়া সতর্ক বার্তা দেওয়া হয়েছে।
Tag :