Dhaka ০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • / ১১৪৭ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে চোর সন্দেহে ফজল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফজল কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বারইপাড়া গ্রামের চৌধুরী শেখের ছেলে। পাংশার মেঘনা এবং খোকসার বারইপাড়া দুটি পাশাপাশি গ্রাম।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে ফজল পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের শামছুলের বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চুরি করে পালাচ্ছিলো। এসময় স্থানীয়রা তাকে আটক করে গনপিটুনি দেয়। পরে তার মৃত্যু হয়।

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে পুরো ঘটনাটি তিনি জানেন না।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহত যুবকের বাড়ি খোকসা। খোকসা থানার পুলিশ তার সুরতহাল এবং ময়নাতদন্ত করবে।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে তিনি জানতে পারেন চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি গিয়ে জানতে পারেন ঝড় বৃষ্টির মধ্যে কেরাম খেলার কথা বলে ফজল বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে পাংশার মেঘনা এলাকার লোকজন চুরির অভিযোগে বেঁেধ মারধর করে। তার স্ত্রী এ খবর পেয়ে সেখানে ছুটে যায়। সেখান থেকে ফজলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ফজলের মরদেহ তার স্ত্রী বাড়ি নিয়ে যান। নিহতের লাশের ময়নাতদন্ত কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। মামলা পাংশা থানায় হবে বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ০৯:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে চোর সন্দেহে ফজল শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফজল কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বারইপাড়া গ্রামের চৌধুরী শেখের ছেলে। পাংশার মেঘনা এবং খোকসার বারইপাড়া দুটি পাশাপাশি গ্রাম।

স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে ফজল পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের শামছুলের বাড়িতে ইজিবাইকের ব্যাটারি চুরি করে পালাচ্ছিলো। এসময় স্থানীয়রা তাকে আটক করে গনপিটুনি দেয়। পরে তার মৃত্যু হয়।

বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সজীব হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে পুরো ঘটনাটি তিনি জানেন না।

পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। নিহত যুবকের বাড়ি খোকসা। খোকসা থানার পুলিশ তার সুরতহাল এবং ময়নাতদন্ত করবে।

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, মঙ্গলবার সকালে তিনি জানতে পারেন চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের বাড়ি গিয়ে জানতে পারেন ঝড় বৃষ্টির মধ্যে কেরাম খেলার কথা বলে ফজল বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে পাংশার মেঘনা এলাকার লোকজন চুরির অভিযোগে বেঁেধ মারধর করে। তার স্ত্রী এ খবর পেয়ে সেখানে ছুটে যায়। সেখান থেকে ফজলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর ফজলের মরদেহ তার স্ত্রী বাড়ি নিয়ে যান। নিহতের লাশের ময়নাতদন্ত কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। মামলা পাংশা থানায় হবে বলে জানান তিনি।