আখ চাষে উৎসাহ বাড়াতে ফরিদপুর চিনিকলে চাষী সমাবেশ অনুষ্ঠিত

- প্রকাশের সময় : ০৮:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / 28
আখ চাষে উৎসাহ ও উৎপাদন বৃদ্ধি করতে ফরিদপুর চিনিকলের উদ্যোগে এক চাষী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে মধুখালী সুগার মিল চত্বরে এ সমাবেশে আখচাষি, কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের জিএম (কৃষি) মোহাম্মদ আনিসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফজোন প্রধান মাসুদুর রহমান এবং তথ্য সম্পাদক মজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি মোহাম্মদ মতিউর রহমান।
বক্তব্য রাখেন আখচাষি কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম,
এবং সাধারণ পরিষদের সদস্য কামরুল ইসলাম দাউদ।
বক্তারা বলেন, আখ চাষের উন্নয়নে ইউনিটভিত্তিক তসরুপ প্রতিরোধ ও কৃষকদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
তারা আরও বলেন, চিনিকল এলাকার কৃষকদের আখ চাষে আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রণোদনা ও
সহায়তা অব্যাহত থাকবে।সমাবেশে অংশগ্রহণকারী কৃষকদের আখ চাষের আধুনিক পদ্ধতি ও সমস্যা সমাধান বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।























