পাংশায় ফসলের ক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : 08:33:14 pm, Friday, 23 December 2022
- / 1093 জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের দড়িচৌবাড়িয়া গ্রামের একটি ফসলের ক্ষেত থেকে শুক্রবার সকালে রাব্বি মন্ডল (১৪) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের আকতার হোসেন মন্ডলের ছেলে। স্থানীয় আখরজানি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পরে তাদের বাড়ির অনতিদূরে মহিষভাঙ্গা বাজারে ব্যাডমিন্টন খেলা দেখতে যায় রাব্বি। এরপর সারা রাতে আর সে বাড়ি ফেরেনি। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
Tag :