Dhaka ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় ভেজাল গুড় কারখানা সীলগালা, মালিকের কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
  • / ১২০৫ জন সংবাদটি পড়েছেন

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন এলাকার একটি ভেজাল কারখানা সীলগালা করেছে উপজেলা প্রশাসন। এসময় কারখানার মালিক শেখ আলমাছকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে পাংশা উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। দন্ডপ্রাপ্ত আলমাছ একই ইউনিয়নের মৃত আছির উদ্দিনের ছেলে।

পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল জানান, বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে শেখ আলমাছ এন্টার প্রাইজ নামে নামের গুড়ের কারখানায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মোড়ক বিহীন, ভেজাল মিশ্রিত ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। এমন খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানা থেকে দুইশ টিনের কৌটা বোঝাই নিষিদ্ধ কেমিক্যাল, একশটি মাটির কোলা ভর্তি প্রস্তুতকৃত ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল গুড় ও  কেমিক্যাল  পুকুরে ফেলে ধ্বংস করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় ভেজাল গুড় কারখানা সীলগালা, মালিকের কারাদন্ড

প্রকাশের সময় : ০৮:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২

রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন এলাকার একটি ভেজাল কারখানা সীলগালা করেছে উপজেলা প্রশাসন। এসময় কারখানার মালিক শেখ আলমাছকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে পাংশা উপজেলা প্রশাসন এ অভিযান চালায়। দন্ডপ্রাপ্ত আলমাছ একই ইউনিয়নের মৃত আছির উদ্দিনের ছেলে।

পাংশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল জানান, বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামে শেখ আলমাছ এন্টার প্রাইজ নামে নামের গুড়ের কারখানায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মোড়ক বিহীন, ভেজাল মিশ্রিত ও নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে গুড় তৈরি করে বাজারজাত করে আসছিলো। এমন খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানা থেকে দুইশ টিনের কৌটা বোঝাই নিষিদ্ধ কেমিক্যাল, একশটি মাটির কোলা ভর্তি প্রস্তুতকৃত ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত ভেজাল গুড় ও  কেমিক্যাল  পুকুরে ফেলে ধ্বংস করা হয়।