প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে কৃষকলীগের আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার ।।
- প্রকাশের সময় : ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১২৪৯ জন সংবাদটি পড়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকীর পালন উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকাল১০ টায় ঢাকার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী অগ্নিকন্যা মতিয়া চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ সমীর চন্দ, সভাপতি, বাংলাদেশ কৃষকলীগ। বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনায় এড উম্মে কুলসুম স্মৃতি এমপি সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষকলীগ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Tag :