গ্রাম পুলিশের বেতন কাঠামোর রায় ঘোষণার বছরপূর্তিতে রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি
- প্রকাশের সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / ১২৭৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জাতীয় বেতন কাঠামোর দাবিতে গ্রাম পুলিশ বাহিনীর দায়ের করা রিটের রায় ঘোষনার এক বছর পূর্তিতে রাজবাড়ীতে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়েছে।
এ সময় গ্রাম পুলিশ বাহিনী বঙ্গবন্ধুর ভাষ্কর্যে সালাম প্রদর্শন করেন এবং সে সময় তারা রায় বাস্তবায়নের দাবি জানান। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রাজবাড়ী জেলা শাখা।
এতে উপস্থিত ছিলেন, গ্রাম পুলিশ বাহিনী রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি উজ্জল খান, যুগ্ম সাধারন সম্পাদক অানোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা ফাতেমা অাক্তার মনি, জেলা কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য অাতিক ফকির, সদর উপজেলার প্রচার সম্পাদক অালাউদ্দিন খা প্রমূখ।