Dhaka ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঐকমত্য কমিশনের সিদ্ধান্তের আলোকে নির্বাচন চায় এনসিপি নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের ফ্ল্যাট জব্দ ভবদিয়ায় বিকাশ এজেন্টের দোকানে দুর্ধর্ষ চুরি রাজবাড়ী থানার অভিযানে গ্রেফতার ২ বালিয়াকান্দিতে গৃহবধূর ব্যাংক হিসাব থেকে ৮ লাখ টাকা তুলে নেয় প্রতারকরা ৭ দিনের মধ্যে গুম-খুনে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ‘মায়ের ডাক’ ‘শক্তিশালী’ জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানও করতে পারল না বাংলাদেশ ইসরায়েলকে ড. ইউনূসের ১০০০ কোটি টাকা দেওয়ার তথ্য ভুয়া : প্রেস উইং ফ্যাক্ট ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’ বদলির পর ওসির রহস্যময় পোস্ট নসরুল হামিদের ফ্ল্যাট-গাড়ি ও ৩৭ কোটি টাকা জব্দের নির্দেশ

বিএনপির ইফতার অনুষ্ঠানে আ’লীগ নেতার অংশগ্রহণ নিয়ে সমালোচনার জবাবে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / 56

 রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির ইফতার মাহফিলে উপজেলা আওয়মী লীগের উপ দপ্তর সম্পাদক আফসার উদ্দিন বিশ^াসের অংশগ্রহণ নিয়ে চলছে নানান সমালোচনা। বিষয়টি নিয়ে গত সোমবার রাতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা বলেছেন, আফসার উদ্দিন ইফতারে অংশ নিয়ে আপ্লুত হয়ে দুটো কথা বলেছেন। এটি নিয়ে প্রতিপক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গত রোববার পাংশা সরকারি কলেজ মাঠে এও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।

জানা গেছে, পাংশা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথভাবে ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির আহŸায়ক অ্যড. লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম আহŸায়ক রেজাউল করিম পিন্টু, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলামসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু। এ আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশাপাশি আফসার উদ্দিন বিশ^াস বক্তৃতা করেন। এরপরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিএনপি নেতারা বলছেন, দলের দুঃসময়ে যারা লগি বৈঠা নিয়ে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করেছে তারাই বিএনপিতে অবস্থান করছে। এটি খুবই দুঃখজনক।

এদিকে বিষয়টি নিয়ে সোমবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু বলেন, বিএনপির বিশাল ইফতার অনুষ্ঠানে যে কেউ আসতে পারে। বাংলাদেশ জামায়ত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আফসার উদ্দিন বিশ্বাস পাংশা উপজেলা যুবদলের সাবেক সভাপতি। মাঝখানে তিনি আওয়ামীলীগে যোগদান করেছিলেন। তারপরও আমাদের দলীয় সিদ্ধান্ত যে, আমরা আওয়ামী লীগ বা তার দোসরদের দলে নিতে পারি না। আফসার উদ্দিন তাদের ইফতার পার্টিতে এসে আবেগে আপ্লুত হয়ে দুটো কথা বলেছেন মাত্র। তাকে দলে নেওয়া হয়নি বা যোগদান করেননি। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা করছে। এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. সাবু, ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আফসার বিশ^াস ইফতারিতে এসেছিলেন। সঞ্চালক বুঝতে না পেরে তাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। আমাদের ইফতারি মাহফিলে সব দলের লোকই ছিল। সে তো জয়েন্ট করেনি বা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়নি। ইফতার পার্টিতে যে কাউকেই আমন্ত্রণ জানানো যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির ইফতার অনুষ্ঠানে আ’লীগ নেতার অংশগ্রহণ নিয়ে সমালোচনার জবাবে সংবাদ সম্মেলন

প্রকাশের সময় : ০৮:৫৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

 রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির ইফতার মাহফিলে উপজেলা আওয়মী লীগের উপ দপ্তর সম্পাদক আফসার উদ্দিন বিশ^াসের অংশগ্রহণ নিয়ে চলছে নানান সমালোচনা। বিষয়টি নিয়ে গত সোমবার রাতে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা বলেছেন, আফসার উদ্দিন ইফতারে অংশ নিয়ে আপ্লুত হয়ে দুটো কথা বলেছেন। এটি নিয়ে প্রতিপক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গত রোববার পাংশা সরকারি কলেজ মাঠে এও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান।

জানা গেছে, পাংশা উপজেলা বিএনপি ও পৌর বিএনপি যৌথভাবে ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা বিএনপির আহŸায়ক অ্যড. লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, যুগ্ম আহŸায়ক রেজাউল করিম পিন্টু, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. রফিকুল ইসলামসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু। এ আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশাপাশি আফসার উদ্দিন বিশ^াস বক্তৃতা করেন। এরপরই শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিষয়টি নিয়ে সরগরম হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিএনপি নেতারা বলছেন, দলের দুঃসময়ে যারা লগি বৈঠা নিয়ে বিএনপির নেতা কর্মীদের ধাওয়া করেছে তারাই বিএনপিতে অবস্থান করছে। এটি খুবই দুঃখজনক।

এদিকে বিষয়টি নিয়ে সোমবার রাতে উপজেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু বলেন, বিএনপির বিশাল ইফতার অনুষ্ঠানে যে কেউ আসতে পারে। বাংলাদেশ জামায়ত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আফসার উদ্দিন বিশ্বাস পাংশা উপজেলা যুবদলের সাবেক সভাপতি। মাঝখানে তিনি আওয়ামীলীগে যোগদান করেছিলেন। তারপরও আমাদের দলীয় সিদ্ধান্ত যে, আমরা আওয়ামী লীগ বা তার দোসরদের দলে নিতে পারি না। আফসার উদ্দিন তাদের ইফতার পার্টিতে এসে আবেগে আপ্লুত হয়ে দুটো কথা বলেছেন মাত্র। তাকে দলে নেওয়া হয়নি বা যোগদান করেননি। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা করছে। এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রুহুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. সাবু, ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আফসার বিশ^াস ইফতারিতে এসেছিলেন। সঞ্চালক বুঝতে না পেরে তাকে কিছু বলার সুযোগ দিয়েছেন। আমাদের ইফতারি মাহফিলে সব দলের লোকই ছিল। সে তো জয়েন্ট করেনি বা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়নি। ইফতার পার্টিতে যে কাউকেই আমন্ত্রণ জানানো যায়।