গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় ডিজিটাল সেন্টারের দুটি ল্যাপটপ চুরি

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 93
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের ডিজিটাল সেন্টারের তালা ভেঙে দুটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১২টা থেকে সোমবার সকালের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
কলিমহর ইউপি সচিব মো. নাসির উদ্দিন জানান, তাদের ডিজিটাল সেন্টারটি পরিষদের দোতলায়। দুজন গ্রাম পুলিশ পরিষদ পাহারায় থাকেন। রাত ১২টার পর পাহারায় থাকা দুজন পাশে হলরুমে বিশ্রামে যান। এসুযোগে দুর্বৃত্তরা ভারি কিছু দিয়ে ডিজিটাল সেন্টারের তালা ভেঙে দুটি ল্যাপটপ নিয়ে যায়। চুরি যাওয়া ল্যাপটপ দুটির দাম লক্ষাধিক টাকা। বিষয়টি তিনি পাংশা ইউএনওকে জানানোর পাশাপাশি থানায় অভিযোগ করেছেন।
পাংশা থানার ডিউটি অফিসার এসআই শফিকুল ইসলাম জানান, এব্যাপারে একটি অভিযোগ পাওয়া গেছে।
Tag :