পাংশায় অবহিতকরণ সভা
- প্রকাশের সময় : ০৮:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৩২ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশায় উপজেলা ওয়াটসান কমিটির সদস্যদের জন্য মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রবিউল ইসলাম এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার কিবরিয়া আলম চৌধুরী, যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির। সভায় স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা।
এ সময় অন্যান্যের মধ্যে ইনভায়রনমেন্টাল সেইফগার্ড স্পেশালিস্ট ফারহানা শারমিন, ডা. মোহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ নুরুল ইসলাম ফকিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি,ওয়াটসান কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন।