শহরের ২ ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৩২০ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ী শহরের দুই মিষ্টি ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করায় বুধবার এ জরিমানা আদায় করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন সংরক্ষণ এবং খাদ্য পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় হিরালাল মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা এবং বাণিবহ দধি ভান্ডারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে রাজবাড়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্যানিটারি ইন্সপেক্টর তাদের সহযোগিতা করেছে বলে জানান তিনি।
Tag :