পাংশায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১২১০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
পাংশায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা মডেল থানার উদ্যোগে বুধবার থানা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পাংশা থানার অফিসার ও ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।
পাংশা মডেল থানার ওসি মাসুদুর রহমানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাহনেওয়াজ রাজু, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী , পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শফিকুল মোর্শেদ আরুজ, ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।
Tag :