রাজবাড়ীতে আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে সনাকের মানববন্ধন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৫:৫৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ১৬২৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সচেতন নাগরিক কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রফেসর মোহম্মদ নুরুজ্জামান, অ্যড. নাজমা সুলতানা, সানজিদা আক্তার, মোহাম্মদ সাইফুল্লাহ, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, জাহাঙ্গীর হোসেন, টিআইবির এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত প্রমুখ।
মানববন্ধন শেষে একটি মৌন মিছিল শহর প্রদক্ষিণ করে।
Tag :