রাজবাড়ীতে প্রবীণ ও শিশু দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:৪৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
- / ১৩৩৮ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীতে ১ অক্টোবর প্রবীণ ও ২ অক্টোবর শিশু দিবস পালিত হয়েছে। পরম শ্রদ্ধা ও ভালবাসায় রাজবাড়ী জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে উদযাপিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য চত্বর হতে সকাল সাড়ে ৯ টায় এক র্যালি বের হয়ে রাজবাড়ী শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস, অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহাসহ প্রবীণ হিতৈষী সংঘের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে শ্বশুর-শাশুড়ি এবং পিতা-মাতার সেবার জন্য দুইজন মমতাময় ও মমতাময়ী পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
অপরদিকে ২ অক্টোবর পালিত হয় শিশু দিবস। ‘শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ^দ্বার’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে নানা আয়োজনে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।