গোয়ালন্দে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- প্রকাশের সময় : ০৮:৩৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ১০৩৭ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দে নানা কর্মসূচির মাধ্যমে আয়োজনের মধ্যদিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ।
পৌর বিএনপির সহ সভাপতি মোঃ জিয়াউল হুদা উজ্জল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ূব আলী খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক (২)মোঃ ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ খন্দকার আব্দুল মহিত হিরা,গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহম্মেদ, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আঃ খালেক বেপারী, উজানচর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম খান ছলিম,দেবগ্রাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইসলাম মন্ডল, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিরাজুদ্দিন শেখ,দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আমিন সরদার, পৌর যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, পৌর ছাত্রদলের সভাপতি আজিম ইসলাম প্রমূখ।