গোয়ালন্দে জাসাসের কর্মীসভা
- প্রকাশের সময় : ০৯:০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ১০৬১ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা ও পৌর ইউনিটের সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১ টায় স্হানীয় আহম্মদ আলী মৃধা গণগ্রন্থাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাসাস এর আহবায়ক মো. আশরাফুল আলম। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশ। সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা জাসাস এর সভাপতি নুরুল হক মিলন।
গোয়ালন্দ পৌর জাসাসের সভাপতি সাইফুর রহমান পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম-আহবায়ক মীর মো. জুলফিকার আলী (টিটু), যুগ্ম আহবায়ক মিজানুর রহমান (লাল্টু), মোহাম্মদ নাসির উদ্দিন, সদস্য জিয়াউল হক বাবলু।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. বাহাদুর খানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন জাসাসের নেতৃবৃন্দ।
সভায় জাসাসকে শক্তিশালী করার মধ্য দিয়ে আগামীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।