Dhaka ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
একাত্তরের চেতনা ভুলিয়ে দিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত : মির্জা ফখরুল তৃতীয় দিনের মতো শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের অবস্থান একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন তিনবার পেছানোর পর শুরু হলো আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করে হত্যা, যা দেখা গেল সিসিটিভিতে সাবেক জিএমপি কমিশনার নাজমুল করিম খান বরখাস্ত এবার মৎস্য উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুই ককটেল বিস্ফোরণ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব, প্রতিপক্ষের গুলিতে একজন নিহত নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ হবে

রাজবাড়ী বার এসোসিয়েশন নির্বাচন সোমবার ॥ প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্যানেল

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / 336

জনতার আদালত অনলাইন সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে এবারের রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপির বাইরে গড়ে ওঠা নতুন বলয় সাধারণ আইনজীবী পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা। বার এর জমি রক্ষা আন্দোলন থেকে আওয়ামী লীগ, বিএনপি ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির একাংশ নিয়ে জন্ম হয় সংগঠনটির।

আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আনোয়ার-সাত্তার-নিরঞ্জন পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মোসলেম-আজম-রাজ্জাক পরিষদ এবং সাধারণ আইনজীবী পরিষদ মিঠু-বাচ্চু-বিজন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১১ টি পদের নির্বাচনে সবাই দিয়েছে পূর্ণ প্যানেল। সাধারণ আইনজীবী পরিষদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ জনের মধ্যে সভাপতি প্রার্থী এটিএম মোস্তফা ইতিপূর্বে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক প্রার্থী খান মো. জহুরুল হক যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। অপর যুগ্ম সম্পাদক প্রার্থী তসলিম আহমেদ তপন বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুবার নির্বাচিত হয়েছিলেন। সাধারণ সম্পাদক প্রার্থী বিজন বোস আওয়ামী আইনজীবী পরিষদের সঙ্গে যুক্ত। এছাড়া অন্য সাতটি পদের বেশির ভাগ প্রার্থী গণতান্ত্রিক আইনজীবী সমিতির।

রাজবাড়ী জেলা বার এর কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে জানা গেছে, এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। লড়াইটা কার সাথে কার হবে এটা নিশ্চিত করে বলা কঠিন। যেহেতু সাধারণ আইনজীবী পরিষদে আওয়ামী লীগ, বিএনপি, গণতান্ত্রিক আইনজীবী সমিতি এই তিনটি সংগঠনের প্রার্থী রয়েছে। যারাই জয়লাভ করুক তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।

সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওমর আলী বলেন, রাজবাড়ী জেলা বার এর সম্পত্তিতে আদালত কর্তৃপক্ষ মার্কেট নির্মাণ করছেন। এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন, মামলা করেছেন। রাজবাড়ী ও ঢাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বার এর সাধারণ আইনজীবীরা তাদের সাথে রয়েছেন। নির্বাচনে তারা জয়লাভ করবেন বলে আশা করেন তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, মূলত জজশীপের সাথে বার এর জমি নিয়ে বিরোধের সূত্র ধরেই সাধারণ আইনজীবী পরিষদের জন্ম। তারা নির্বাচনে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তা নির্বাচনের পরেই বোঝা যাবে। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ফোরামের সম্পাদক ও  রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, সাধারণ আইনজীবী পরিষদ বিচ্ছিন্নভাবে কয়েকজনকে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। তবে, আমরা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী বার এসোসিয়েশন নির্বাচন সোমবার ॥ প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্যানেল

প্রকাশের সময় : ০৭:৩৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২

জনতার আদালত অনলাইন সম্পূর্ণ ভিন্ন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে এবারের রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপির বাইরে গড়ে ওঠা নতুন বলয় সাধারণ আইনজীবী পরিষদ পূর্ণ প্যানেলে নির্বাচনে অংশ নেওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা। বার এর জমি রক্ষা আন্দোলন থেকে আওয়ামী লীগ, বিএনপি ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির একাংশ নিয়ে জন্ম হয় সংগঠনটির।

আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের বার্ষিক নির্বাচন। নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আনোয়ার-সাত্তার-নিরঞ্জন পরিষদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মোসলেম-আজম-রাজ্জাক পরিষদ এবং সাধারণ আইনজীবী পরিষদ মিঠু-বাচ্চু-বিজন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছে। ১১ টি পদের নির্বাচনে সবাই দিয়েছে পূর্ণ প্যানেল। সাধারণ আইনজীবী পরিষদে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ জনের মধ্যে সভাপতি প্রার্থী এটিএম মোস্তফা ইতিপূর্বে আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে সাধারণ সম্পাদক এবং যুগ্ম সম্পাদক প্রার্থী খান মো. জহুরুল হক যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। অপর যুগ্ম সম্পাদক প্রার্থী তসলিম আহমেদ তপন বিএনপি সমর্থিত প্যানেল থেকে দুবার নির্বাচিত হয়েছিলেন। সাধারণ সম্পাদক প্রার্থী বিজন বোস আওয়ামী আইনজীবী পরিষদের সঙ্গে যুক্ত। এছাড়া অন্য সাতটি পদের বেশির ভাগ প্রার্থী গণতান্ত্রিক আইনজীবী সমিতির।

রাজবাড়ী জেলা বার এর কয়েকজন আইনজীবীর সাথে কথা বলে জানা গেছে, এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। লড়াইটা কার সাথে কার হবে এটা নিশ্চিত করে বলা কঠিন। যেহেতু সাধারণ আইনজীবী পরিষদে আওয়ামী লীগ, বিএনপি, গণতান্ত্রিক আইনজীবী সমিতি এই তিনটি সংগঠনের প্রার্থী রয়েছে। যারাই জয়লাভ করুক তাদেরকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।

সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওমর আলী বলেন, রাজবাড়ী জেলা বার এর সম্পত্তিতে আদালত কর্তৃপক্ষ মার্কেট নির্মাণ করছেন। এর বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছেন, মামলা করেছেন। রাজবাড়ী ও ঢাকায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। চলমান আন্দোলনের অংশ হিসেবেই তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বার এর সাধারণ আইনজীবীরা তাদের সাথে রয়েছেন। নির্বাচনে তারা জয়লাভ করবেন বলে আশা করেন তিনি।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, মূলত জজশীপের সাথে বার এর জমি নিয়ে বিরোধের সূত্র ধরেই সাধারণ আইনজীবী পরিষদের জন্ম। তারা নির্বাচনে কতটুকু প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তা নির্বাচনের পরেই বোঝা যাবে। তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ফোরামের সম্পাদক ও  রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, সাধারণ আইনজীবী পরিষদ বিচ্ছিন্নভাবে কয়েকজনকে নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। তবে, আমরা নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।