রাজবাড়ীতে ওয়ার্কার্স পার্টি ও কৃষক সমিতির মানববন্ধন
- প্রকাশের সময় : ০৬:৫২:১০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
- / ১২৯৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে ওয়ার্কার্স পার্টির ১৩ দফা ও কৃষক সমিতির ১৫ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১ টার দিকে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার অায়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাস্থ্য, চিকিৎসা, করোনা কালীন শ্রমিক ছাটাই বন্ধ, শ্রমিকদের বকেয়া পরিশোধ, সমবায়ের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি প্রদান, সবার ঝুকি ভাতা, শিক্ষকদের তহবিল গঠন, সুধ মুক্ত ঋণসহ ১৩ দফা দাবিতে ওয়ার্কার্স পার্টি এবং পাটকল রক্ষা, পাট চাষি বাঁচাতে ও বন্যাত্তোর কৃষি পুনর্বাসনসহ ১৫ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান জেলা জাতীয় কৃষক সমিতি। এছাড়া নদী ভাঙ্গন রোধ, রাস্তার উন্নয়নসহ বিভিন্ন দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, সভাপতি মন্ডলির সদস্য মওলা বক্স, গোলাম কাদের, সলেমান অালী দলো, জেলা জাতীয় কৃষক সমিতির সাধারন সম্পাদক শেখ মনিরুজ্জামান সালাম প্রমূখ।