কালুখালীতে নেশাজাতীয় ট্যাপেন্টাডল সহ যুবক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০
- / ১৬০৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর কালুখালীতে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যৗাবলেটসহ নাসিরউদ্দিন (৩৪) নামে এক যুবক র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার দুপুরে কালুখালীর বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে। সে একই উপজেলার মশুরিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক দেবাশীষ কর্মকার জানান, এই ট্যাপেন্টাডল ট্যাবলেটকে ‘খ’ শ্রেণির মাদক হিসেবে সরকার পরিপত্র জারী করেছে। বর্তমানে এটি বাজারজাত নিষিদ্ধ। তারপরও বেশি লাভের আশায় কেউ কেউ এটিকে মাদক হিসেবে কেনাবেচা করছে। গ্পোন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে নেশা জাতীয় ট্যাবলেটসহ হাতেনাতে নাসিরউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এব্যাপারে তার বিরুদ্ধে কালুখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে।