রাজবাড়ীতে পত্রিকা বিক্রেতাদের মাঝে নগদ অর্থ বিতরণ

- প্রকাশের সময় : 09:45:22 pm, Monday, 29 October 2018
- / 2400 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে রোববার সন্ধ্যায় পত্রিকা বিক্রেতাদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। স্থানীয় একটি দৈনিক পত্রিকা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জেলার ২০ জন পত্রিকা বিক্রেতাকে নগদ এক হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। অন্যদের মাঝে বক্তব্য রাখেন রাজবাড়ী জর্জ কোর্টের পিপি অ্যড. উজির আলী শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যড. খান মো. জহুরুল হক, সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, সাংবাদিক এজাজ আহমেদ, প্রবীন পত্রিকা বিক্রেতা মো. আবদুল কুদ্দুস প্রমুখ।
প্রধান অতিথি ফকীর আবদুল জব্বার বলেন, আমি ছাত্র জীবনে পত্রিকার ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। পত্রিকার ব্যবসা একটি মহৎ পেশা। আমি এই পেশার সাথে জড়িতদের সম্মান করি। এদের মাধ্যমে আমরা দেশ বিদেশের খবরাখবর জানতে পারি। দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, দেশের উন্নয়নের প্রচারের ক্ষেত্রে পত্রিকা বিক্রেতার উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। এই পেশা অত্যন্ত সম্মানজনক পেশা।