রাজবাড়ীতে অ্যক্টিভ মাদার্স ফোরামের সাথে সনাকের মতবিনিময়

- প্রকাশের সময় : ০৬:৫৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
- / 505
স্টাফ রিপোর্টার ॥ কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে ভূমিকার রাখার প্রত্যয় ব্যক্ত করলেন কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিভ মাদার্স ফোরামের মায়েরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী’র আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে ১৯ অক্টোবর ২০১৭, সকাল ১১টায় কামালপুরে একটিভ মাদার্স ফোরামের সদস্য রাশিদা বেগম এর বাড়ীতে একটিভ মাদার্স ফোরামের সাথে সনাকের মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ আবু তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একটিভ মাদার্স ফোরামের সমন্বয়ক নীলা বেগম। বিদ্যালয়ের বতর্মান অবস্থা এবং সনাক কর্তৃক এই বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় আলোচনা সনাক সদস্য সৌমিত্র শীল চন্দন। সভায় আরও বক্তব্য রাখেন স্বজন সদস্য সেলিনা বিলকিস, সনাক সদস্য মুহাম্মদ সাইফুল্লাহ। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়ায় মায়েদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠকসহ বিভিন্ন পরামর্শ সভা আয়োজনের জন্য তারা কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং তাদের প্রতি যতœবান হতে সকল মায়েদের উদ্ভুদ্ধ করার লক্ষ্যে নিজ নিজ এলাকায় কাজ করার জন্য তারা অঙ্গীকার করেন এবং বিদ্যালয়ের সেবা বিষয়ে যে কোন সমস্যা হলে শিক্ষক ও এসএমসি’র সদস্যদের সাথে আলোচনা করে সমাধান করা উদ্যোগ গ্রহণ করবেন। মুক্ত আলোচনায় সক্রিয় মায়েদের মধ্যে অংশগ্রহণ করেন রশিদা বেগম, সকিনা বেগম, শিল্পী, নীলা, শিউলী বেগম, আফরোজা বেগম, মর্জিনা, রোকেয়া বেগম, মরিয়ম ও স্বপ্না। সভায় কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটিভ মাদার্স ফোরামের মোট ১৬ জন সদস্য অংশগ্রহণ করেন।