সম্পদে ভারতের ‘গরীব’ মুখ্যমন্ত্রী মমতা, বিত্তবান নাইডু
- প্রকাশের সময় : ০১:০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
- / 16
রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চল মিলে ভারতের ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে সবচেয়ে গরীব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লাখ ৩৮ হাজার ২৯ রুপি। সম্পত্তির নিরিখে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাতবারের সাংসদ ও রাজ্যটির তিনবারের মুখ্যমন্ত্রী মমতার ঠিক আগে রয়েছেন ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ, তার সম্পত্তির পরিমাণ ৫৫ লাখ ২৪ হাজার ৪৩০ রুপি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৭৬৬ রুপি।
দেশটির নির্বাচনী হলফনামা থেকে এই তথ্য তুলে ধরেছে ভোট নজরদারি সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস’ (এডিআর) এবং ‘ন্যাশনাল ইলেকশন ওয়াচ’ (এনইডব্লু)। সম্প্রতি শেষ নির্বাচনগুলিতে অংশ নেওয়ার সময় ভারতের ৩১ টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা নির্বাচনী হলফনামায় নিজেদের সম্পত্তির যে হিসাব দিয়েছিলেন, তার উপর ভিত্তি করেই ৩০ ডিসেম্বর, সোমবার এই তথ্য সামনে এনেছে এডিআর।
ওই তথ্য অনুযায়ী, ভারতের অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সবচেয়ে বিত্তবান মুখ্যমন্ত্রী। তার সম্পদের পরিমাণ ৯৩১ কোটি ৮৩ লাখ ৭০ হাজার ৬৫৬ রুপি। ‘তেলেগু দেশম পার্টি’ (টিডিপি) প্রধান নাইডুর পরেই রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। এই বিজেপি নেতার সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১৫৩ রুপি। দেশটির বিত্তবান মুখ্যমন্ত্রীদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস শাসিত রাজ্য কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তার সম্পদের পরিমাণ ৫১ কোটি ৯৩ লাখ ৮৮ হাজার ৯১০ রুপি।
সেক্ষেত্রে দেশটির সবচেয়ে বেশি সম্পদের অধিকারী মুখ্যমন্ত্রী (চন্দ্রবাবু) এবং গরীব মুখ্যমন্ত্রীর (মমতা) সম্পদের ব্যবধান ৯৩০ কোটি রুপি!
মুখ্যমন্ত্রীদের সম্পত্তির যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ৩১ জন মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ১৬৩০ কোটি রুপি। মুখ্যমন্ত্রীদের গড় আয় ৫২.৫৯ কোটি রুপি।
২০২৩-২০২৪ আর্থিক বছরে ভারতে মাথাপিছু গড় আয় যেখানে ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ রুপি, সেখানে মুখ্যমন্ত্রীদের মাথাপিছু গড় আয় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ রুপি। অর্থাৎ দেশের মাথাপিছু গড় আয়ের তুলনায় মুখ্যমন্ত্রীদের মাথাপিছু গড় আয় ৭.৩ গুণ বেশি।
দেশটির ৩১ জন মুখ্যমন্ত্রীর মধ্যে মাত্র দুইজন নারী মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি ছাড়াও সেই তালিকায় রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশী।
ওই রিপোর্টে উল্লেখিত তথ্য অনুযায়ী, মুখ্যমন্ত্রীদের মধ্যে ১৩ জনের (৪২ শতাংশ) বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে, যেখানে ১০ জনের (৩২ শতাংশ) বিরুদ্ধে রয়েছে খুন, অপহরণ, চাঁদাবাজিসহ গুরুতর অপরাধের অভিযোগ।
তবে বিপুল সম্পত্তির পাশাপাশি মুখ্যমন্ত্রীদের বাজারে ঋণও রয়েছে। অন্তত ১০ জন মুখ্যমন্ত্রীর ১ কোটি রুপি বা তার বেশি ঋণ রয়েছে। সেই তালিকায় সবার শীর্ষে রয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু। তার ঋণের পরিমাণ ১৮০ কোটি রুপি, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার ঋণের পরিমাণ ২৩ কোটি রুপি, চন্দ্রবাবু নাইডুর ঋণের পরিমাণ ১০ কোটি রুপি।