মীর মশাররফ হোসেনের ১৭৫তম জন্মবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৯:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১১৬৪ জন সংবাদটি পড়েছেন
অমর কথা সাহিত্যিক কালজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৫ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে রাজবাড়ীতে।
রোববার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন বাংলা একাডেমির পক্ষে মহাপরিচালক কবি মুহম্মদ নুরুল হুদা, রাজবাড়ীর জেলা প্রশাসনের পক্ষে প্রশাসক আবু কায়সার খান। এরপর বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে বাংলা একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা, পরিচালক ডা. কেএম মুজাহিদুল ইসলাম, বাংলা একাডেমির সচিব এএইচএম লোকমান, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা প্রমুখ। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়া একই স্থানে দিনব্যাপী বইমেলারও আয়োজন করা হয়।