‘আমরা সনাতনী যুবক’ এর উদ্যোগ ॥ ঈদ উপহার পেয়ে দুস্থদের মুখে হাসি

- প্রকাশের সময় : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৩১৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ঈদ আসন্ন। টাকার অভাবে অনেকেই ঈদের খাবার সংগ্রহ করতে পারেনা। তাদের পাশে দাঁড়িয়েছে ‘আমরা সনাতনী যুবক’ সংগঠনটি।
ঈদ উপহার পেয়ে হাসি ফুটেছে দুস্থদের মাঝে। রাজবাড়ীর সামাজিক সংগঠন আমরা সনাতনী যুবক শুক্রবার রাজবাড়ী বাজারের নৈশ প্রহরী ও শতাধিক দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করেছে চিনি আতপ চাল, তেল, পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি, আলু ও লবণ।
এরই মাধ্যমে ধর্ম যার যার উৎসব সবার, মানবতাই বড় ধর্ম- এ কথাটিকে ধ্রুব সত্য প্রমাণ করেছেন সংগঠনটি।
শুক্রবার রাজবাড়ী বাজারের স্বর্ণকমল মার্কেটের দ্বিতীয় তলা থেকে এ ঈতদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির অন্যতম কর্ণধার বিপ্লব কুমার সাহা, সুমন, রাজেশ, গৌতম, আকাশ, সমর, রতন, অনিক, রুদ্র, গৌড় চাদ, পিপাস প্রমুখ।
বিপ্লব কুমার সাহা, তাদের এ ক্ষুদ্র উদ্যোগে ঈদের দিনে যদি কারো মুখে হাসি ফোটে এটাই তাদের বড় পাওয়া। অতীতে তারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ভবিষ্যতেও তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।