Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

মশার কয়েলে কৃষকের সর্বনাশ: কালুখালীতে অগ্নিকান্ডে ৪ গবাদি পশুর মৃত্যু, দগ্ধ ২ ॥ ৪টি বসতঘর ভস্মিভূত

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
  • / ১২৮৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন    গোয়ালঘরের মশা তাড়াতে দেওয়া কয়েল থেকে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছেন সোলাইমান শেখ ও বাচ্চু শেখ নামে দুই কৃষক। তাদের চারটি বসতঘর, চারটি গবাদি পশু, কৃষিপণ্যসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই  হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাচটিকরি গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে প্রায় সাত লাখ টাকার।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মশার উপদ্রব অতিরিক্ত বেড়ে যাওয়ায় সোলাইমান শেখ তার গোয়ালঘরে মশার কয়েল জ¦ালিয়ে দেন। রাত আড়াইটার দিকে গরুর চিৎকারে ঘুম ভাঙে সোলাইমান শেখের। উঠে দেখেন দাউ দাউ করে আগুন জ¦লছে। তার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশিরা। খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দুটি সিন্ধি জাতের গাভী, দুটি ছাগল পুড়ে মারা যায়। পুড়ে দগ্ধ হয় দুটি ছাগল। এ দুটির অবস্থা আশঙ্কাজনক। এছাড়া  সোলাইমান শেখ ও বাচ্চু শেখের চারটি বসতঘর, ঘরে থাকা পাট, পেঁয়াজ, রসুন, কৃষি পণ্য, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে সাত লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

কালুখালী ফায়ার সার্ভস এন্ড সিভিল ডিফেন্সর স্টেশন অফিসার মিলন হোসেন জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।

বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান,  অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দুটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি ব্যক্তিগতভাবে তাদেরকে কিছু সহায়তা দিয়েছেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মশার কয়েলে কৃষকের সর্বনাশ: কালুখালীতে অগ্নিকান্ডে ৪ গবাদি পশুর মৃত্যু, দগ্ধ ২ ॥ ৪টি বসতঘর ভস্মিভূত

প্রকাশের সময় : ০৯:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২

জনতার আদালত অনলাইন    গোয়ালঘরের মশা তাড়াতে দেওয়া কয়েল থেকে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছেন সোলাইমান শেখ ও বাচ্চু শেখ নামে দুই কৃষক। তাদের চারটি বসতঘর, চারটি গবাদি পশু, কৃষিপণ্যসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই  হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পাচটিকরি গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে প্রায় সাত লাখ টাকার।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মশার উপদ্রব অতিরিক্ত বেড়ে যাওয়ায় সোলাইমান শেখ তার গোয়ালঘরে মশার কয়েল জ¦ালিয়ে দেন। রাত আড়াইটার দিকে গরুর চিৎকারে ঘুম ভাঙে সোলাইমান শেখের। উঠে দেখেন দাউ দাউ করে আগুন জ¦লছে। তার চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশিরা। খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দুটি সিন্ধি জাতের গাভী, দুটি ছাগল পুড়ে মারা যায়। পুড়ে দগ্ধ হয় দুটি ছাগল। এ দুটির অবস্থা আশঙ্কাজনক। এছাড়া  সোলাইমান শেখ ও বাচ্চু শেখের চারটি বসতঘর, ঘরে থাকা পাট, পেঁয়াজ, রসুন, কৃষি পণ্য, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে সাত লক্ষধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

কালুখালী ফায়ার সার্ভস এন্ড সিভিল ডিফেন্সর স্টেশন অফিসার মিলন হোসেন জানান, তারা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।

বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান,  অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত দুটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনি ব্যক্তিগতভাবে তাদেরকে কিছু সহায়তা দিয়েছেন। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।