রোভার স্কাউটস এর উদ্যোগ : কালুখালীর চরের ৫০ পরিবার পেল ত্রাণ সামগ্রী
- প্রকাশের সময় : ০৮:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৫৩৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ আইডিয়াল ওপেন রোভার স্কাউটস গ্রুপ, ঢাকার উদ্যোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া চরের ৫০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয়েছে।
আইডিয়াল ওপেন রোভার স্কাউটস গ্রুপ ও বাংলাদেশ স্কাউট এর সভাপতি আবুল কালাম আজাদের অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চালঃ ৫ কেজি, ডালঃ ২ কেজি, তেলঃ ১ কেজি, আলুঃ ১ কেজি, পেয়াজঃ ১ কেজি, সাবানঃ১ টা ও মাস্কঃ২ টা।
এতে সহযোগিতা করেন মোঃ মহাসিন, সহ-সভাপতি আইডিয়াল ওপেন রোভার স্কাউট,ও কমিশনার প্রশিক্ষণ বাংলাদেশ স্কাউট, মনিরুজ্জামান চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক, আইডিয়াল ওপেন রোভার স্কাউট গ্রুপ এবং কে এম ইউসুফ আলী লিপন কোষাধ্যক্ষ, আইডিয়াল। এবং রোভার স্কাউট লিডার তৌহিদুজ্জামান নিপু, রোভার লিডার মাইনুর তান্না এবং রোভার লিডার আব্দুল হামিদ মিয়া এবং রিফাত।