গোয়ালন্দে পুলিশ সদস্য করোনা আক্রান্ত, নমুনা সংগ্রহ ২০ জনের

- প্রকাশের সময় : 09:32:03 pm, Tuesday, 26 May 2020
- / 1400 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। থানার অন্য সদস্যদের মাঝেও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় করোনা আতঙ্কে রয়েছেন তারা। তবে বিশেষ পদক্ষেপ গ্রহন করে পুলিশী সেবা অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে গোয়ালন্দে এক পুলিশ সদস্য (২৫) করোনা ভাইরাস পজেটিভ বলে নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ। এরপর সোমবার ও মঙ্গলবার ওই পুলিশ সদস্যের সংস্পর্শে আসা আরো অন্তত ২০ জন পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।
জানা যায়, সারা দেশের ন্যায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যগণ করোনা সংক্রমণ ঝুকি নিয়ে সেবা দিয়ে আসছে। করোনা ভাইরাস সংক্রমনের জন্য অধিক ঝুকিপূর্ণ হিসেবে চিিহ্নত দৌলতদিয়া ঘাট এলাকায় দায়িত্ব পালন করে আসছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের সদস্যবৃন্দ। করোনা ভাইরাস আক্রান্ত ওই পুলিশ সদস্য রাজবাড়ী জেলা লাইন থেকে গোয়ালন্দে দায়িত্ব পালন করে আসছিলেন। তার পজেটিভ রেজাল্ট পাওয়ার পর তাকে স্বাস্থ্যবিধি মেনে পুলিশ লাইনে ফিরিয়ে নেয়া হয়েছে।
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্তব্যরত ৫ সদস্য ও তাদের আবাসিক মেসের রাধুনী করোনা ভাইরাস সংক্রমিত হয়। পরবর্তীতে তাদের সংস্পর্শে আসা আরো একজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান জানান, সব সময়ই নানা ধরনের ঝুকি নিয়ে পুলিশের কাজ করতে হয়। ঝুকি থাকলেও এলাকার সব ধরনের পুলিশী সেবা স্বাভাবিক রাখা হয়েছে। তিনি আরো জানান, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যদের দু’টি ভাগ করে স্থানীয় শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রাখা হয়েছে। যাতে এক জায়গায় কেউ আক্রান্ত হলেও অপর সদস্যগণ সেবা অব্যাহত রাখতে পারেন