করোনা নিয়ে তর্কের জের; রাজবাড়ীতে প্রাণ গেল কৃষকের
- প্রকাশের সময় : ১২:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
- / ১৪৩৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস নিয়ে তর্ক বিতর্কের জের ধরে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামে। নিহত ব্যক্তির নাম লাবলু মোল্লা (৪৮)। পেশায় কৃষক লাবলু মোল্লা একই গ্রামের মৃত আকিল মোল্লার ছেলে। এঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
এলাকাবাসী ও রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, গত বুধবার করোনা ভাইরাস নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক খালেকের সাথে লাবলু মোল্লার ভাই মান্নান মোল্লার কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকালে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে লাবলু মোল্লা সহ ১০ জন আহত হয়। তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লাবলু মোল্লা মারা যান। আহতদের মধ্যে বাবলু ও খালেক ফকীর হাসপাতালে চিকিৎসাধীন। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
রাজবাড়ীর সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, করোনা ভাইরাস নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।