Dhaka ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন প্রবীণ সাংবাদিক হিমাংশু সাহা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭
  • / ১৬৮১ জন সংবাদটি পড়েছেন

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হিমাংশু কুমার সাহা আর নেই। শুক্রবার দুপুর ১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, নাতি সহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। রাজবাড়ী পৌর এলাকার দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তার পৈতৃক নিবাস রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে।
হিমাংশু সাহার স্ত্রী মঞ্জু রানী সাহা জানান, সপ্তাহকাল আগে বেশি অসুস্থ হয়ে পড়ায় হিমাংশু সাহাকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়। শুক্রবার তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। লাইফ সাপোর্ট খুলে দেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
হিমাংশু কুমার সাহা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা  পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো পত্রিকায় রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কর্মরত ছিলেন।
তাকে শেষ শ্রদ্ধা নিদেনের জন্য রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আনা হয়। তার মরদেহে পু®পার্ঘ্য অর্পণ করেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজির আলী, জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি কাজী এরাদত আলী, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রাতেই তার গ্রামের বাড়ি বারবাকপুরে শেষকৃত্য সম্পন্ন হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চলে গেলেন প্রবীণ সাংবাদিক হিমাংশু সাহা

প্রকাশের সময় : ০৮:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০১৭

স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি হিমাংশু কুমার সাহা আর নেই। শুক্রবার দুপুর ১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, নাতি সহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। রাজবাড়ী পৌর এলাকার দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। তার পৈতৃক নিবাস রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে।
হিমাংশু সাহার স্ত্রী মঞ্জু রানী সাহা জানান, সপ্তাহকাল আগে বেশি অসুস্থ হয়ে পড়ায় হিমাংশু সাহাকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়া হয়। শুক্রবার তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। লাইফ সাপোর্ট খুলে দেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
হিমাংশু কুমার সাহা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা  পেশায় নিয়োজিত ছিলেন। তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক ভোরের কাগজ, দৈনিক প্রথম আলো পত্রিকায় রাজবাড়ী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় কর্মরত ছিলেন।
তাকে শেষ শ্রদ্ধা নিদেনের জন্য রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে সরাসরি তার মরদেহ রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আনা হয়। তার মরদেহে পু®পার্ঘ্য অর্পণ করেন রাজবাড়ীÑ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী আদালতের পিপি অ্যড. উজির আলী, জেলা বার এসোসিয়েশনের সভাপতি অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী, চেম্বার অব কমার্সের সভাপতি কাজী এরাদত আলী, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। রাতেই তার গ্রামের বাড়ি বারবাকপুরে শেষকৃত্য সম্পন্ন হয়।