রাজবাড়ী থেকে অপহৃত কিশোরী ফরিদপুরে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

- প্রকাশের সময় : 08:07:32 pm, Saturday, 3 June 2017
- / 1392 জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী থেকে অপহৃত এক কিশোরীকে শনিবার বিকেলে ফরিদপুর থেকে উদ্ধার করেছে র্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এসময় অপহরণকারী রায়হান হিরাকে গ্রেফতার করা হয়। রায়হান রাজবাড়ী পৌর এলাকার দক্ষিণ ভবানীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ১০ মে তারিখে ওই কিশোরীকে রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকা থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। মেয়েটির পরিবার অনেক খোঁজাখুজি করে না পেয়ে গত ২০ মে তারিখে রাজবাড়ী সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। একই সাথে মেয়েটির পরিবার র্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পকে অবহিত করে।
র্যাবÑ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো. রইছ উদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবার র্যাবকে অবহিত করার পর কিশোরীকে উদ্ধার অভিযানে নেমে ব্যাপক অনুসন্ধানের পর শনিবার বিকেল ৪টার দিকে ফরিদপুর শহরের বায়তুল আমান বাজার এলাকা থেকে অপহরণকারীকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ফরিদপুর শহরের একটি বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণকারীর কাছ থেকে একটি নেকলেস, এক জোড়া কানের দুল, একটি আংটি, দুটি স্বর্ণের রুলি, একটি নাক ফুল ও দুটি মোবাইল জব্দ করা হয়।