Dhaka ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান : ২ নৌকা নিলামে, ৪ জেলের দন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 73

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে চার জেলেকে দন্ড দেওয়া হয়েছে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচদিন করে কারাদন্ড দেওয়া হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাজবাড়ী জেলা সৎস্য অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের সদস্যরা গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানে নদীতে মাছ ধরাকালীন চার জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয় হাজার মিটার জাল, ১৩ কেজি ইলিশ মাছ এবং দুটি নৌকা জব্দ করা হয়। জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট, মাছ এতিমখানায় দান করা হয়। এছাড়া নৌকা দুটি নিলামে ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়। আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচদিন করে কারাদন্ড দেওয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মা ইলিশ সংরক্ষণ অভিযান : ২ নৌকা নিলামে, ৪ জেলের দন্ড

প্রকাশের সময় : ০৬:৩৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে রাজবাড়ীতে চার জেলেকে দন্ড দেওয়া হয়েছে। শনিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচদিন করে কারাদন্ড দেওয়া হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

রাজবাড়ী জেলা সৎস্য অফিস সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও জেলা পুলিশের সদস্যরা গত শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায়। অভিযানে নদীতে মাছ ধরাকালীন চার জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয় হাজার মিটার জাল, ১৩ কেজি ইলিশ মাছ এবং দুটি নৌকা জব্দ করা হয়। জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট, মাছ এতিমখানায় দান করা হয়। এছাড়া নৌকা দুটি নিলামে ৬১ হাজার টাকায় বিক্রি করা হয়। আটক চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচদিন করে কারাদন্ড দেওয়া হয়।