Dhaka ০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

ইমদাদুল হক রানা, বালিয়াকান্দি
  • প্রকাশের সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 86

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার বালিয়াকান্দি উপজেলা পরিষদ শিশু পার্ক চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫’এ প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম। মেলা উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইশায়াত নাবিল আহনাফ ও গীতা থেকে পাঠ করেন প্রমিলা রাণী।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও কর্মকর্তা মোঃ শাহজাহান, বালিয়াকান্দি উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্র প্রসাদ বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়নের কৃষক মোঃ মনির হোসেন প্রমুখ।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এলাকার কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে আজ আমরা ফলনের দিকে পিছনে চলে যাচ্ছি। আমাদের রাসায়নিক সার ব্যবহার কমিয়ে বাড়ীতে তৈরী জৈব সার ব্যবহার করবো। রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বোর শক্তি নষ্ট হচ্ছে। মাটির এই শক্তিকে ধরে রাখতে গোবর, ছাই, গাছপালার পঁচা অংশ দিয়ে বাড়ীতে তৈরি করা জৈবসার ব্যবহার করতে হবে। কৃষিকে এগিয়ে নিতে যান্ত্রিক পদ্ধতিতে আমরা ফসল রোপন, ফসল কাঁটা সব কিছু স্মার্ট মেশিন দিয়ে কাজ করে চলেছ কৃষি দপ্তর। আজ কৃষি মেলা যে বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে আগামীর দিকে এগিয়ে নিতে পারবে বলে বিশ্বাস। কৃষি প্রযুক্তি মেলায় রিলে পদ্ধতিতে ফসল চাষ, আন্তঃফসল,ফসল আইলে লতানো সবজি চাষ, বস্তায় সবজি ও আদা চাষ, নিরাপদ সবজি চাষ, মাটির স্বাস্থ্য রক্ষা,পলিমালচ, বালাইনাশক প্রভৃতি স্টল প্রদর্শন করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

প্রকাশের সময় : ০৮:৫৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

 রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।সোমবার বালিয়াকান্দি উপজেলা পরিষদ শিশু পার্ক চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫’এ প্রধান অতিথি হিসেবে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম। মেলা উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইশায়াত নাবিল আহনাফ ও গীতা থেকে পাঠ করেন প্রমিলা রাণী।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত কৃষি অফিসার মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মানবেন্দ্র মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রফিকুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও কর্মকর্তা মোঃ শাহজাহান, বালিয়াকান্দি উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রমেন্দ্র প্রসাদ বিশ্বাস, বালিয়াকান্দি ইউনিয়নের কৃষক মোঃ মনির হোসেন প্রমুখ।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন এলাকার কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মাধ্যমে আজ আমরা ফলনের দিকে পিছনে চলে যাচ্ছি। আমাদের রাসায়নিক সার ব্যবহার কমিয়ে বাড়ীতে তৈরী জৈব সার ব্যবহার করবো। রাসায়নিক সার ব্যবহারে মাটির উর্বোর শক্তি নষ্ট হচ্ছে। মাটির এই শক্তিকে ধরে রাখতে গোবর, ছাই, গাছপালার পঁচা অংশ দিয়ে বাড়ীতে তৈরি করা জৈবসার ব্যবহার করতে হবে। কৃষিকে এগিয়ে নিতে যান্ত্রিক পদ্ধতিতে আমরা ফসল রোপন, ফসল কাঁটা সব কিছু স্মার্ট মেশিন দিয়ে কাজ করে চলেছ কৃষি দপ্তর। আজ কৃষি মেলা যে বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে আগামীর দিকে এগিয়ে নিতে পারবে বলে বিশ্বাস। কৃষি প্রযুক্তি মেলায় রিলে পদ্ধতিতে ফসল চাষ, আন্তঃফসল,ফসল আইলে লতানো সবজি চাষ, বস্তায় সবজি ও আদা চাষ, নিরাপদ সবজি চাষ, মাটির স্বাস্থ্য রক্ষা,পলিমালচ, বালাইনাশক প্রভৃতি স্টল প্রদর্শন করা হয়েছে।