এ. পি. জে. আবদুল কালাম যখন ছিলেন তোমার মতো ছোট

- প্রকাশের সময় : ১০:০০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 34
তোমরা নিশ্চয়ই ভারতীয় বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি এ. পি. জে. আবদুল কালাম এর নাম শুনেছো? তিনি খুব দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিলেন। তাঁর বাবা ছিলেন একজন নৌকার মাঝি। পড়াশোনার পাশাপাশি পরিবারের খরচ যোগাতে তিনি সংবাদপত্র ফেরি করতেন। ভাবতে পারো! তোমার মত অল্প বয়সী একটা ছেলে কাঁধে এত্তগুলো সংবাদপত্র নিয়ে ট্রেনে, বাসে, ট্রামে দাড়িয়ে বিক্রি করছে। তুমি তো স্কুলে যাবার সময় নিজের বইগুলোই কাঁধে নিতে চাও না।
মা যখন রান্নাবান্না নিয়ে ব্যস্ত থাকতেন, আবদুল কালাম তার ছোট ভাইবোনদের দেখাশোনা করতেন। স্কুলে তিনি খুব ভাল ছাত্র ছিলেন এমন নয়, তবে তার আচার-আচরণ দেখে শিক্ষকেরা তাকে খুব ভালোবাসত। কিন্তু সহপাঠীরা তার কাছে ঘেঁষতে চাইতো না।
কারণ তিনি গরীব ছিলেন, দেখতে অসুন্দর ছিলেন। তোমার ক্লাসের গরীব বন্ধুটিকে কিন্তু তুমি কখনো অবহেলার চোখে দেখো না, অসুন্দর বলে অবজ্ঞা করতে যেও না। বন্ধুত্ব যে কারো সাথে হতে পারে। আবদুল কালাম বই পড়তে ভালোবাসতেন, জ্ঞান চর্চার প্রতি তার তীব্র আকর্ষণ ছিল। তিনি বলেছেন- “একটি বই একশটি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান ”।