আজিজ সর্দার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট

- প্রকাশের সময় : ০৫:৫৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 59
রাজবাড়ীর পাংশায় মরহুম আজিজ সর্দার সৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার পাংশা সরকারি কলেজ মাঠে খেলার উদ্বোধন করেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী সর্দার। উদ্বোধনী ম্যাচে ফরিদপুর ক্রিকেট স্কুল ও কুষ্টিয়া তাথৈ তাহিয়া ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচাজ মোহাম্মদ সালাউদ্দিন। সভাপতিত্ব করেন মোঃ শওকত আলী সর্দার আহ্বায়ক মরহুম আজিজ সর্দার সৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে ফিরিয়ে আনতে এই ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে। এই খেলার উৎসাহ থেকে তরুণ প্রজন্ম আগামি দিন খেলার প্রতি আগ্রহ বাড়বে। টুর্নামেন্ট মোট ৮ টি দল অংশগ্রহণ করছে।