Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষক কদম আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / 37

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক কদম আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম হরিণবাড়িয়া শিকদার পাড়ার এলাকাবাসী ও পরিবারবর্গ’র ব্যানারে হরিণবাড়িয়া বাজারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযোগ করেন, গত ৯ ডিসেম্বর বিকেল কদম আলী শেখ সবজি বিক্রি করতে হরিণবাড়িয়া বাজারে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুজির পর রাত সাড়ে ১০ টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার একটি রসুন ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বজনরা কালুখালী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তারা রাজবাড়ীর আদালতে মামলা করেন। কদম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে রসুন ক্ষেতে ফেলে রেখে গেছে বলে অভিযোগ করে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এবিষয়ে কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কদম আলীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। যেকারণে মামলা নেওয়া হয়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে কদম আলীর মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে হত্যা মামলা করা হবে। পুলিশ এ ঘটনাটি নিবিরভাবে তদন্ত করছে। তিনি আরও বলেন, কদম আলীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা আদালতে মামলা করেছেন। আদালত থেকে যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে তা তারা দেবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষক কদম আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৫:৩১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের বাসিন্দা কৃষক কদম আলীকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে জড়িতদের গ্রেপ্তারের দাবি করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে পশ্চিম হরিণবাড়িয়া শিকদার পাড়ার এলাকাবাসী ও পরিবারবর্গ’র ব্যানারে হরিণবাড়িয়া বাজারে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারী নিহতের স্বজন ও এলাকাবাসী অভিযোগ করেন, গত ৯ ডিসেম্বর বিকেল কদম আলী শেখ সবজি বিক্রি করতে হরিণবাড়িয়া বাজারে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। অনেক খোঁজাখুজির পর রাত সাড়ে ১০ টার দিকে কালিকাপুর ইউনিয়নের নারায়ণদিয়া তালতলা এলাকার একটি রসুন ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে  পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বজনরা কালুখালী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে তারা রাজবাড়ীর আদালতে মামলা করেন। কদম আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে রসুন ক্ষেতে ফেলে রেখে গেছে বলে অভিযোগ করে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এবিষয়ে কালুখালী থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কদম আলীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। যেকারণে মামলা নেওয়া হয়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালে কদম আলীর মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। তবে, ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া গেলে হত্যা মামলা করা হবে। পুলিশ এ ঘটনাটি নিবিরভাবে তদন্ত করছে। তিনি আরও বলেন, কদম আলীর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা আদালতে মামলা করেছেন। আদালত থেকে যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে তা তারা দেবেন।