পাংশা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
- প্রকাশের সময় : ০৮:৪০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
- / ১০৪৯ জন সংবাদটি পড়েছেন
রাজবাড়ীর পাংশায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডা.মোঃ দেলোয়ার হুসাইন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ, শরিসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান, পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহ, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির, পাংশা শাহজুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা আশয়ারী, ডিজিএম পল্লী বিদ্যুৎ, পাংশা উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তাসহ আইন শৃংঘলা কমিটির সদস্যগণ।
মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ হাবিবুর রহমান প্রামানিক,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন,পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকিদুল ইসলাম, মাছপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুন্তাজ আলী,পাংশায় কর্মরত গনমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।