মানবতার কল্যাণে টিম রাজবাড়ী ফাউন্ডেশন
দোকান পেয়ে শুকুর আলী বললেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া
- প্রকাশের সময় : ১২:৫৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১১৭৫ জন সংবাদটি পড়েছেন
রিক্সা চালিয়ে জীবীকা নির্বাহ করতেন শুকুর আলী(৬৫)। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে হারিয়ে ফেলেন কর্মক্ষমতা। সেই থেকে পরিবার পরিজন নিয়ে করছিলেন মানবেতর জীবনযাপন। অসহায় এই মানুষটির পাশে দাঁড়িয়েছে টিম রাজবাড়ী ফাউন্ডেশন। জীবন জীবীকার জন্য তাকে একটি দোকান করে দিয়েছে সংগঠনিটি। দোকান পেয়ে শুকুর আলী বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এখন থেকে আর কারো কাছে হাত পাততে হবেনা। শুকুর আলী রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমসপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বছর খানেক আগে শুকুর আলী রিক্সা চালানোর সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তার এক হাত ও এক পা খুবই ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ ছয় মাস চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও কাজ করে খাওয়ার সামর্থ্য ছিল না তার। স্ত্রী ও ছেলেকে নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। এর মাঝে তার স্ত্রী স্থানীয় একটি কারখানায় মাসিক মাত্র দুই হাজার টাকা বেতনে চাকরি নেন। ওই টাকা দিয়েই কোনো মতে চলতো তিনজনের সংসার।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের আহŸায়ক জয়ন্ত কুমার দাস জানান, শুকুর আলীর মানবেতর জীবন যাপনের বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে এককালীন ২০ হাজার টাকা দেওয়া হয় চিকিৎসার জন্য। এরপর গত শনিবার তার (শুকুর আলী) বাড়ির সামনে খোলা জায়গায় একটি মুদি দোকান করে দেওয়া হয়েছে। গ্রামীণ দোকানে যেসব পণ্য প্রয়োজন তার সবই কিনে দেওয়া হয়েছে। সামাজিক দায়িত্ব হিসেবে অসহায় শুকুর আলীর পাশে দাঁড়িয়েছেন তারা। দোকান হস্তান্তরকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আহসান হাবীব হাসু, সদস্য ইসহাক আহমেদ, আজাদ বিপ্লব প্রমুখ।
শুকুর আলী জানান, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর খেয়ে না খেয়ে দিন কেটেছে তাদের। তার ছেলেটা মাদ্রাসায় পড়ে। খুব কষ্ট করে তার পড়ার খরচ জুগিয়েছেন। টিম রাজবাড়ী ফাউন্ডেশনের দৌলতে তিনি চিকিৎসার টাকা পেয়েছেন। একটি দোকান পেয়েছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। প্রথম দিনে প্রায় ছয়শ টাকা বিক্রি হয়েছে। আশা করি, এই দোকান করে ভালোভাবে সংসার চালাতে পারবো।