রতন ক্লিনিকে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যু

- প্রকাশের সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
- / 182
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে ভুল চিকিৎসায় ফিরোজ কাজী (৪২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে রাজবাড়ী শহরের ডা. রতন ক্লিনিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষ পলাতক রয়েছে। নিহত ফিরোজ কাজী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর গ্রামের বাসিন্দা।
ফিরোজ কাজীর পারিবারিক সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে ফিরোজ টনসিল সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সকালে ডক্টরস কেয়ার নামে একটি প্রতিষ্ঠানে গিয়ে নাক কান গলা রোগের চিকিৎসক হাসান আলীকে দেখান। ডা. হাসান আলী তাকে দেখে অপারেশনের পরামর্শ দেন। ১৫ হাজার টাকায় রাতেই ডা. রতন ক্লিনিকে তার অপারেশন হবে এমন চুক্তি হয়। সে ই মোতাবেক শুক্রবার বিকেলেই ফিরোজ কাজী রতন ক্লিনিকে ভর্তি হন। সন্ধ্যা সাতটার দিকে তাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়। রাত ১১টা বেজে যাওয়ার পর অপারেশন থিয়েটার থেকে বের না করায় রোগীর স্বজনরা ধৈর্য্য হারিয়ে ওটিতে ঢুকে পড়েন। তারা সেখানে ফিরোজ কাজীকে মৃত অবস্থায় পান। এরপর উত্তেজিত স্বজনরা ক্লিনিকে কর্মরত এক কর্মচারীকে পেয়ে মারধর করে। বিপদ আঁচ করতে পেরে ক্লিনিকের সবাই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকটি তালাবদ্ধ করে দেয় ও ক্লিনিকে ভর্তি থাকা কয়েকজন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করেন।
নিহত ফিরোজ কাজীর মা হাজেরা বেগম জানান, তার ছেলে সুস্থ ছিল। বাড়ি থেকে হেঁটে এসেছিল ক্লিনিকে। শুধু গলায় একটা অপারেশন করার কথা ছিল। অপারেশন করার সময় ডাক্তার তার ছেলেকে মেরে ফেলেছে। তিনি ক্লিনিকের মালিক ও ডাক্তারের বিচার দাবি করেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখানে ক্লিনিক কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। যেকারণে নিরাপত্তার স্বার্থে ক্লিনিকটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
























