রাজবাড়ীতে নৌকা প্রতীকের নির্বাচনী পথসভা
- প্রকাশের সময় : ০৭:২৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১
- / ১২২২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মহম্মদ আলী চৌধুরীর নির্বাচনী পথসভা শুক্রবার বিকেলে রাজবাড়ী রেলগেট চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। পথসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সমস্য শেখ ফজলে ফাহিম।
রাজবাড়ী পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত পথসভায় পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যড. উজীর আলীর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন প্রার্থী মহম্মদ আলী চৌধুরী, স্বাচিপ ও বিএমএ’র কেন্দ্রীয় নেতা ডা. ইকবাল আর্সনাল, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সাত্তার, ডা. আব্দুস সোবহান, অ্যড. গণেশ নারায়ণ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা জাসদের সভাপতি মুনীরুল হক মুনীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমজাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্বী, যুব মহিলা লীগের সভাপতি মাহফুজা খাতুন মলি প্রমুখ।
প্রধান অতিথি শেখ ফজলে ফাহিম তার বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশে কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে। শিক্ষা, অর্থনীতি, প্রযুক্তিসহ সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। রাজবাড়ী পৌরসভায় নির্বাচনে নৌকার প্রার্থীকে ভোট দিয়ে পৌরসভার উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানান তিনি।