Dhaka ০২:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ী পৌরসভা: প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
  • / ১২৫০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচন। বুধবার আনুষ্ঠানিকভাবে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতিদ্বন্দ্বি তিন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মহম্মদ আলী চৌধুরী নৌকা, জাতীয় পার্টি মনোনীত কেএ রাজ্জাক মেরীন লাঙ্গল এবং আওয়ামী লীগের বিদ্রোহী আলমগীর শেখ নারিকেল গাছ প্রতীক পেয়েছেন।

প্রতীক পেয়েই প্রচার প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। দুপুর থেকেই শহরের বিভিন্ন স্থানে প্রার্থীদের প্রচার মাইক বের হয়েছে। অনেক প্রার্থী কর্মী সমর্থক নিয়ে শোডাউন দিয়েছেন। কেউ করেছেন গণসংযোগ।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেনের মনোনয়ন যাচাই বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর তিনি রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে আপীল করেছিলেন। সেখানে মনোনয়ন ফিরে না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

এ ব্যাপারে রাজবাড়ী সদর উপজেলা নির্বাজন কর্মকর্তা ও রাজবাড়ী পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার স্বপন সাহা জানান, হাইকোর্ট তাকে মনোনয়ন ফিরিয়ে দেওয়ার আদেশ দিলে নির্বাচন কমিশন থেকে অনুমোদন নেওয়ার পর তার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এখ নপর্যন্ত রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে তিনজন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৯ জন এবং ৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ পৌরসভায় ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ী পৌরসভা: প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

প্রকাশের সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১

জনতার আদালত অনলাইন ॥ চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি রাজবাড়ী পৌরসভার নির্বাচন। বুধবার আনুষ্ঠানিকভাবে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। প্রতিদ্বন্দ্বি তিন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত মহম্মদ আলী চৌধুরী নৌকা, জাতীয় পার্টি মনোনীত কেএ রাজ্জাক মেরীন লাঙ্গল এবং আওয়ামী লীগের বিদ্রোহী আলমগীর শেখ নারিকেল গাছ প্রতীক পেয়েছেন।

প্রতীক পেয়েই প্রচার প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা। দুপুর থেকেই শহরের বিভিন্ন স্থানে প্রার্থীদের প্রচার মাইক বের হয়েছে। অনেক প্রার্থী কর্মী সমর্থক নিয়ে শোডাউন দিয়েছেন। কেউ করেছেন গণসংযোগ।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জেল হোসেনের মনোনয়ন যাচাই বাছাইয়ে বাতিল হয়ে যাওয়ার পর তিনি রাজবাড়ীর জেলা প্রশাসকের কাছে আপীল করেছিলেন। সেখানে মনোনয়ন ফিরে না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

এ ব্যাপারে রাজবাড়ী সদর উপজেলা নির্বাজন কর্মকর্তা ও রাজবাড়ী পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার স্বপন সাহা জানান, হাইকোর্ট তাকে মনোনয়ন ফিরিয়ে দেওয়ার আদেশ দিলে নির্বাচন কমিশন থেকে অনুমোদন নেওয়ার পর তার প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এখ নপর্যন্ত রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে তিনজন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪৯ জন এবং ৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ পৌরসভায় ইভিএম এ ভোট অনুষ্ঠিত হবে।