Dhaka ০১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হকের গণ সংবর্ধনা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
  • / ১৫৮৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ সদ্য ঘোষিত জাতীয় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক’কে মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া ঘাটে ব্যাপক গণ সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। ঢাকা থেকে এসে ফেরিতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে পৌছালে কৃষকলীগের রাজবাড়ী জেলার বিভিন্ন শাখার নেতা-কর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের পাশে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুবক্কর খান, সহ সভাপতি মুক্তিযোদ্ধা নুরজ্জামান বিশ্বাস, কৃষকলীগ নেতা ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেনা মুন্সি, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, এই দায়িত্ব দেয়ায় তিনি মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের দিক নির্দেশনায় সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সকলকে কাজ করে যেতে হবে।

পরে রাজবাড়ীতে গিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেছেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের বাসিন্দা।

পুষ্পমাল্য অর্পণকালে তার সঙ্গে ছিলেন জেলা কৃষকলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার, কৃষকলীগ নেতা মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমুখ।

নুরে আলম সিদ্দিকী হক বলেন, ইতিপূর্বে আমি রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমাকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতায় আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করে যাবো।

এর আগে তিনি রাজবাড়ী শহরে এলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হকের গণ সংবর্ধনা

প্রকাশের সময় : ০৬:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ সদ্য ঘোষিত জাতীয় কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক’কে মঙ্গলবার বিকেলে দৌলতদিয়া ঘাটে ব্যাপক গণ সংবর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। ঢাকা থেকে এসে ফেরিতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে পৌছালে কৃষকলীগের রাজবাড়ী জেলার বিভিন্ন শাখার নেতা-কর্মীগণ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে দৌলতদিয়া ঘাটের বাইপাস সড়কের পাশে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুবক্কর খান, সহ সভাপতি মুক্তিযোদ্ধা নুরজ্জামান বিশ্বাস, কৃষকলীগ নেতা ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেনা মুন্সি, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, এই দায়িত্ব দেয়ায় তিনি মাননীয় প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি দেশরতœ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কৃষকলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের দিক নির্দেশনায় সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সকলকে কাজ করে যেতে হবে।

পরে রাজবাড়ীতে গিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেছেন। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের শিকজান গ্রামের বাসিন্দা।

পুষ্পমাল্য অর্পণকালে তার সঙ্গে ছিলেন জেলা কৃষকলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কার, কৃষকলীগ নেতা মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমুখ।

নুরে আলম সিদ্দিকী হক বলেন, ইতিপূর্বে আমি রাজবাড়ী জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমাকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতায় আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করে যাবো।

এর আগে তিনি রাজবাড়ী শহরে এলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।