আওয়ামীলীগের প্রতিষ্ঠবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষকলীগের শ্রদ্ধা নিবেদন

- প্রকাশের সময় : 08:24:46 pm, Tuesday, 23 June 2020
- / 1333 জন সংবাদটি পড়েছেন
জনতার ্আদালত অনলা্ইন : বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক’প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, আওয়ামী লীগ প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহীদ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন–সংগ্রামে মৃত্যুবরণকারী আওয়ামী লীগের নেতা–কর্মী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত সকলের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি এবং বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করার জন্য বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।