পাংশায় ২টি বন্দুক ও শুটারগানসহ গ্রেফতার ৩
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
- / ১৫৮১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে দুইটি বন্দুক, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো পাংশা উপজেলার হামুয়াপাড়া গ্রামের জামাল মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা, কালুখালী উপজেলার জামালপুর গ্রামের রেজাউল সরদারের ছেলে ইমরান সরদার এবং কালুখালী উপজেলার বড় সাওরাইল গ্রামের ওমর আলীর ছেলে মিজানুর রহমান। এরা চরমপন্থী ফিরোজ বাহিনীর সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পাংশা থানার ওসি (তদন্ত) মো. মোক্তার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। তারা চরমপন্থী ফিরোজ বাহিনীর সক্রিয় সদস্য। এব্যাপারে পাংশা থানায় মামলা দায়েরের পর তাদেরকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :