Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরের সেই উপজেলা চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কারের েঘাষণা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / ১২১০ জন সংবাদটি পড়েছেন

চাঁদপুরের হাইমচরে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের বানানো মানবসেতুতে হেঁটে সমালোচনার মুখে পড়া আওয়ামী লীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যত বড় নেতাই হোক।
গত সোমবার হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতু’র ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।
ওই ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এক অভিভাবক নূর হোসেন পাটোয়ারী ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। সরকারের তরফ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নূর হোসেনের বিরুদ্ধে দলীয়ভাবে ব‌্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তুলকাই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সার্চ কমিটি নিয়ে বিএনপির সন্দেহ প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁদপুরের সেই উপজেলা চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কারের েঘাষণা

প্রকাশের সময় : ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭

চাঁদপুরের হাইমচরে একটি স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রদের বানানো মানবসেতুতে হেঁটে সমালোচনার মুখে পড়া আওয়ামী লীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, অন্যায় করে কেউ পার পাবে না, সে আওয়ামী লীগের যত বড় নেতাই হোক।
গত সোমবার হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে হাত রেখে তার ওপর আরেক শিক্ষার্থীকে শুইয়ে বানানো ‘পদ্মা সেতু’র ওপর দিয়ে হাঁটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারী।
ওই ঘটনার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়। এক অভিভাবক নূর হোসেন পাটোয়ারী ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। সরকারের তরফ থেকে গঠন করা হয় তদন্ত কমিটি। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নূর হোসেনের বিরুদ্ধে দলীয়ভাবে ব‌্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তুলকাই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সার্চ কমিটি নিয়ে বিএনপির সন্দেহ প্রসঙ্গেও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।