গুরুত্বপূর্ণ সংবাদ:
বৃহস্পতিবার থেকে দলগুলোর সাথে বসবে ঐকমত্য কমিশন

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৯:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 34
বাংলাদেশে সংস্কার সংক্রান্ত বিষয়ে ঐকমত্যের জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসতে যাচ্ছে।
আগামী বৃহস্পতিবার থেকে এ আলোচনা শুরু হবে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রথম পর্যায়ে বৃহস্পতিবার বিকেল ৩টায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র সাথে সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরো বলা হয়, ‘পর্যায়ক্রমে অন্যান্য দলের সাথেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে।’
সংস্কার প্রতিবেদনের সুপারিশের ওপর ৩৮টি দলের কাছে মতামত চেয়ে পাঠানো হলেও এ পর্যন্ত ১৫টি দল তাদের মতামত দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।
কমিশনের সাথে বৈঠকে সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরার কথা বিবিসি বাংলাকে জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।
সূত্র : বিবিসি
Tag :