Dhaka ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • / 24

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় জড়িত মূল অপরাধী হাসিনা বেগমকে (৩৮)।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে চার দিনের শিশুটিকে উদ্ধার করে র‌্যাব।

গত ২০ ডিসেম্বর সদ্য ভূমিষ্ঠ নবজাতককে হাসপাতাল থেকে চুরি করা হয়। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ঘটনার পর থেকেই বিষয়টির ওপর গভীর নজর রাখছিল র‌্যাব। নবজাতক উদ্ধারের তদন্তে নেমে র‌্যাবের গোয়েন্দারা পায় সংঘবদ্ধ চক্রের সন্ধান। এরপর আরও গভীরে যায় তারা। সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ।

তিনি আরও বলেন, ফুটেজ বিশ্লেষণ করে এগোতে থাকে তদন্ত। চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা অভিযান পরিচালনা করেন। পরে রাজধানীর উত্তরখান থেকে ধরা হয় আসামিকে। উদ্ধার করা হয় চার দিন বয়সী নবজাতককে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুর্মিটোলা হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার

প্রকাশের সময় : ০৯:৫০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে এ ঘটনায় জড়িত মূল অপরাধী হাসিনা বেগমকে (৩৮)।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর উত্তরখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে চার দিনের শিশুটিকে উদ্ধার করে র‌্যাব।

গত ২০ ডিসেম্বর সদ্য ভূমিষ্ঠ নবজাতককে হাসপাতাল থেকে চুরি করা হয়। এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফট্যানেন্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, ঘটনার পর থেকেই বিষয়টির ওপর গভীর নজর রাখছিল র‌্যাব। নবজাতক উদ্ধারের তদন্তে নেমে র‌্যাবের গোয়েন্দারা পায় সংঘবদ্ধ চক্রের সন্ধান। এরপর আরও গভীরে যায় তারা। সংগ্রহ করে সিসিটিভি ফুটেজ।

তিনি আরও বলেন, ফুটেজ বিশ্লেষণ করে এগোতে থাকে তদন্ত। চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা অভিযান পরিচালনা করেন। পরে রাজধানীর উত্তরখান থেকে ধরা হয় আসামিকে। উদ্ধার করা হয় চার দিন বয়সী নবজাতককে।