Dhaka ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
একটি গরুর মৃত্যু

চাঁদা না পেয়ে স্কুলশিক্ষকের গোয়ালে অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার \
  • প্রকাশের সময় : ০৯:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ১১৩৬ জন সংবাদটি পড়েছেন

 

চাঁদা না পেয়ে স্কুলশিক্ষক রফিকুল ইসলামের গোয়ালঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একটি গরুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে একটি গরু। শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের বাসিন্দা ও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছে পরিবারটি।

শিক্ষক রফিকুল ইসলামের জামাতা নজরুল মহাজন জানান, তার শ^শুর অত্যন্ত নিরীহ মানুষ। অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। দেড় মাস আগে কে বা কারা তার শ^শুরের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে। বারংবার চাঁদা দাবি করায় তার শ^শুর ভয়ে মোবাইল ফোন বন্ধ রাখেন। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা দুই দফা তার শ^শুরবাড়িতে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বিষয়টি তারা পাংশা থানাকে অবহিত করেছিলেন। ওই সময় থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়। শনিবার দিবাগত রাত ১টার দিকে তার শ^শুর বাড়ির গোয়ালঘরের কাছে থাকা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে গোয়ালে থাকা একটি গরু পুড়ে মারা যায়। অন্যটি পুড়ে আহত হয়। পরিবারের লোকজন টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনার পর তার শ^শুর বাড়ির লোকজন চরম আতঙ্কে রয়েছে। বিষয়টি মৌখিকভাবে পাংশা থানায় জানিয়েছেন বলে জানান তিনি।

পাংশা থানার এসআই সেলিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি অগ্নিসংযোগ নাকি মশার কয়েল থেকে আগুন লেগেছে তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার, থানার ওসি কাজ করছেন। ঘটনার সাথে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, ইতিপূর্বে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিয়েছিল। যে নম্বর থেকে চাঁদা চেয়েছিল সেটি তখন বন্ধ পাওয়া যায়। তাদেরকে বলা হয়েছিল, অন্য কোনো নাম্বার থেকে চাঁদা চাইলে থানায় জানাতে। কিন্তু তারা সেটা জানায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একটি গরুর মৃত্যু

চাঁদা না পেয়ে স্কুলশিক্ষকের গোয়ালে অগ্নিসংযোগের অভিযোগ

প্রকাশের সময় : ০৯:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

 

চাঁদা না পেয়ে স্কুলশিক্ষক রফিকুল ইসলামের গোয়ালঘরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একটি গরুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে একটি গরু। শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের বাসিন্দা ও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েত খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনার পর থেকে চরম আতঙ্কে রয়েছে পরিবারটি।

শিক্ষক রফিকুল ইসলামের জামাতা নজরুল মহাজন জানান, তার শ^শুর অত্যন্ত নিরীহ মানুষ। অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। দেড় মাস আগে কে বা কারা তার শ^শুরের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করে। বারংবার চাঁদা দাবি করায় তার শ^শুর ভয়ে মোবাইল ফোন বন্ধ রাখেন। চাঁদা দিতে অস্বীকার করায় দুর্বৃত্তরা দুই দফা তার শ^শুরবাড়িতে বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বিষয়টি তারা পাংশা থানাকে অবহিত করেছিলেন। ওই সময় থানা থেকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে যায়। শনিবার দিবাগত রাত ১টার দিকে তার শ^শুর বাড়ির গোয়ালঘরের কাছে থাকা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে গোয়ালে থাকা একটি গরু পুড়ে মারা যায়। অন্যটি পুড়ে আহত হয়। পরিবারের লোকজন টের পেয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনার পর তার শ^শুর বাড়ির লোকজন চরম আতঙ্কে রয়েছে। বিষয়টি মৌখিকভাবে পাংশা থানায় জানিয়েছেন বলে জানান তিনি।

পাংশা থানার এসআই সেলিম হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি অগ্নিসংযোগ নাকি মশার কয়েল থেকে আগুন লেগেছে তা নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার, থানার ওসি কাজ করছেন। ঘটনার সাথে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, ইতিপূর্বে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিয়েছিল। যে নম্বর থেকে চাঁদা চেয়েছিল সেটি তখন বন্ধ পাওয়া যায়। তাদেরকে বলা হয়েছিল, অন্য কোনো নাম্বার থেকে চাঁদা চাইলে থানায় জানাতে। কিন্তু তারা সেটা জানায়নি।